বুধবার , এপ্রিল ১৬ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির দোয়া মাহফিল

রাণীনগরে ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর রাণীনগরে উপজেলা ডাক বাংলোর সাবেক কেয়ার টেকার মরহুম সাইদুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির রাণীনগর শাখার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির রাণীনগর শাখার সাধারন সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা প:প: কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির রাণীনগর শাখার সভাপতি আজাহার উদ্দিন প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মরহুম সাইদুর রহমানের রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

নাটোরে হেরোইন সহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে হিরোইন সহ মোছাঃ সুবর্না আক্তার সোনিয়া (২৮) নামের এক নারী বাস যাত্রীকে আটক …