নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর রাণীনগরে উপজেলা ডাক বাংলোর সাবেক কেয়ার টেকার মরহুম সাইদুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির রাণীনগর শাখার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির রাণীনগর শাখার সাধারন সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা প:প: কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির রাণীনগর শাখার সভাপতি আজাহার উদ্দিন প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মরহুম সাইদুর রহমানের রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …