সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / রাণীনগরে ৩০হাজার টাকার হেরোইন উদ্ধার গ্রেফতার- ২

রাণীনগরে ৩০হাজার টাকার হেরোইন উদ্ধার গ্রেফতার- ২

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: 
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে আসলাম সরদার (৪৩) এবং সাদ্দাম হোসেন (২৬) নামে ২ জনকে গ্রেফতার করেছে। এ সময় আসলাম হোসেনের নিকট থেকে ৩০ হাজার টাকা মূল্যের তিন গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম বলেন, উপজেলার রেল গেট এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে থানাপুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় আসলাম হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা মূল্যের তিন গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ৯০০টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আসলাম উপজেলার মধ্য রাজাপুর গ্রামের আক্কাছ সরদারের ছেলে। এ ছাড়া সোমবার রাতে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা মূলে ভবানীপুর বাজার এলাকা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সাদ্দাম ওই এলাকার লূৎফর রহমানের ছেলে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হযেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …