নিজস্ব প্রতিবেদক, রাণীনগরঃ
নওগাঁর রাণীনগরে হত্যাসহ ১৩ মামলার আসামি সজিব হোসেন (৩০) ও ৫ মামলার আসামি ফরহাদ হোসেন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। কৃষককে অপহরনের অভিযোগে দায়েরকৃত মামলায় শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করে আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,গত ৩ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার ছয়বাড়িয়া গ্রামের তাছের আলীর ছেলে বিদ্যুৎ হোসেন (৩০) জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে অপহরণ হয়। ওই রাতেই অভিযান চালিয়ে অপহৃত বিদ্যুৎকে উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিদ্যুতের বোন বাদী হয়ে ৯ জনের নামে থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ববালুভরাগ্রামের রেজাউল ইসলামের ছেলে সজিব ও সদরের বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ফরহাদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সজিবের বিরুদ্ধে হত্যা, মারপিট, মাদক,চুরি, নারী নির্যাতনসহ ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া ফরহাদের বিরুদ্ধেও হত্যা, মাদক,চুরিসহ ৫টি মামলা রয়েছে। তবে অপহরণ ছাড়া অধিকাংশ মামলায় তারা জামিনে রয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …