নিজস্ব প্রতিবেদক, রাণীনগরঃ
নওগাঁর রাণীনগরে হত্যাসহ ১৩ মামলার আসামি সজিব হোসেন (৩০) ও ৫ মামলার আসামি ফরহাদ হোসেন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। কৃষককে অপহরনের অভিযোগে দায়েরকৃত মামলায় শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করে আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,গত ৩ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার ছয়বাড়িয়া গ্রামের তাছের আলীর ছেলে বিদ্যুৎ হোসেন (৩০) জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে অপহরণ হয়। ওই রাতেই অভিযান চালিয়ে অপহৃত বিদ্যুৎকে উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিদ্যুতের বোন বাদী হয়ে ৯ জনের নামে থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ববালুভরাগ্রামের রেজাউল ইসলামের ছেলে সজিব ও সদরের বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ফরহাদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সজিবের বিরুদ্ধে হত্যা, মারপিট, মাদক,চুরি, নারী নির্যাতনসহ ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া ফরহাদের বিরুদ্ধেও হত্যা, মাদক,চুরিসহ ৫টি মামলা রয়েছে। তবে অপহরণ ছাড়া অধিকাংশ মামলায় তারা জামিনে রয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …