নিজস্ব প্রতিবেদক,রাণীনগরঃ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা জুরে ১২ হাজার ৭৪১ জন দু:স্থ অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধান মন্ত্রীর দেয়া উপহার বিতরনের উদ্বোধন করা হযেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদে উপহার বিতরনের উদ্বোধন করেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডলের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সংশ্লিষ্ঠরা জানান, জিআর (অর্থ) এর আওতায় ৪ হাজার দু:স্থ্যদের কে প্রতিজন ৫শত টাকা এবং ভিজিএফ এর আওতায় ৮ হাজার ৭৪১ জনকে প্রতিজন ৪৫০টাকা করে উপহার বিতরনের উদ্বোধন করা হয়। এ ছাড়া একই অনুষ্ঠানে এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় অত্র ইউনিয়নের ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে ১০ টি সাউন্ড সিস্টেম ব্লুটুথ মেশিন বিতরণ করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …