নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ১০২ পাউন্ড কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা প্রসাশনের আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়। এছাড়া দলীয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি যথাযথভাবে উদ্যাপন করে। কর্মসূচির শুরুতে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বিশেষ দোয়া করা হয়। এর পর সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।
এসময় স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিনসহ মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ,এবং বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ ও সাংবাদিকরা অংশ নেয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও অংগ সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথভাবে দিবসটি উদ্যাপন করে।
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে ১০২ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও শিশু দিবস উদ্যাপন
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …