নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে হোরোইনসহ আসলাম সরদার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার আসলামকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। আসলাম উপজেলার সদরের মধ্য রাজাপুর গ্রামের মৃত আক্কাস সরদারের ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, সদরের দক্ষিণ রাজাপুর এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালায়। অভিযানে আসলাম সরদারকে গ্রেফতার করা হয়।
এ সময় আসলামের কাছ থেকে ৭ হাজার টাকা মূল্যের হোরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতার আসলামের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। আসলামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছেন ওসি।
আরও দেখুন
গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও
নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …