রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / রাণীনগরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

রাণীনগরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ বাদশা শেখ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বড়িয়া এলাকা থেকে তাকে আটকের পর মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। আটক বাদশা বড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত বাছের আলীর ছেলে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, মাদক বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এস.আই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় বাদশা শেখকে আটক করে পুলিশ। আটককালে তার নিকট থেকে দুই গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ সাড়ে চার হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরো জানান, এপর্যন্ত আটক বাদশার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে এবং সবগুলোই হেরোইনের মামলা।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …