মঙ্গলবার , জানুয়ারি ১৪ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে হেরোইনসহ আটক- ২

রাণীনগরে হেরোইনসহ আটক- ২


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ মঞ্জু প্রামানিক (৪৮) ও আসাদুল ইসলাম (৪৪) নামে দুইজনকে আটক করেছে। রবিবার দুপুরে উপজেলা সদরের পেট্রল পাম্প এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত দুইজন উপজেলার পূর্ববালুভরা গ্রামের বাসিন্দা।

রাণীনগর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম জানান, উপজেলা সদরের পেট্রল পাম্প এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে মঞ্জু ও আসাদুলকে আটক করে। আটককালে তাদের নিকট থেকে ২.২৮ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে রবিবার বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

বড়াইগ্রামে তিন দিন ব্যাপী কন্দাল ফসলের কৃষি মেলার শুভ উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন …