নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে যৌতুকের দাবিতে মারপিট করে স্ত্রীর মাথার চুল কেটে নির্যাতন আলোচিত মামলার প্রধান আসামী স্বামী ফিরোজ হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চট্রগ্রাম জেলার চান্দগাঁও উপজেলার বরিশাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ফিরোজ রাণীনগর উপজেলার মধুপুর গুচ্ছগ্রামের রেজাউল ইসলামের ছেলে। তাকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন,যৌতুকের দাবিতে স্বামী ও স্বজনরা মিলে গত ২২ ফেব্রুয়ারী রাতে স্ত্রীকে মারপিট করে মাথার চুল কেটে নির্যাতন করে। এঘটনায় নির্যাতিতা স্ত্রী আদালতের দ্বারস্থ হলে আদালত মামলাটি গ্রহন করে রাণীনগর থানা পুলিশকে এজাহারপূর্বক আসামী গ্রেপ্তারের নির্দেশ দেয়। সে অনুযায়ী থানাপুলিশ গত ১৩মার্চ মামলা রুজু করে। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি (তদন্ত) সেলিম রেজা এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেলিম অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে চট্রগ্রাম জেলার চান্দগাঁও উপজেলার বরিশাল বাজার এলাকা থেকে স্বামী ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করে। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …