মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের মধ্যে সংঘর্ষে আহত-৬

রাণীনগরে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের মধ্যে সংঘর্ষে আহত-৬


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর  :
নওগাঁর রাণীনগর সাব-রেজিস্ট্রি অফিসে দু’দল দলিল লেখকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬জন আহত হয়েছে। আহতদের রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমিতিভুক্ত দলিল লেখক ও সমিতির বাহিরের দলিল লেখকদের মধ্যে সংঘর্ষের এঘটনা ঘটে।

জানাগেছে, রোববার বেলা তিনটা নাগাদ সমিতির বাহিরের দলিল লেখককরা দলিল লিখে সাব-রেজিস্ট্রারের নিকট জাম দিতে যায়। এসময় সমিতি ভুক্ত দলিল লেখকরা বাধা প্রদান করেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরলে মারপিটের ঘটনা ঘটে। এতে সমিতির বাহিরের দলিল লেখকদের মধ্যে এসএম এরশাদ হোসেন(৪২), ইলিয়াস হোসেন(৩৮) ও সেলিম উদ্দীন (৩২) এবং সমিতি ভুক্ত দলিল লেখকদের মধ্যে প্রবীন চন্দ্র(৪২), আবু সাইদ চৌধুরী (৪৫) ও মামুন হোসেন (৪৮) আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সমিতির বাহিরের দলিল লেখক আলী হোসেন বলেন, আমরা ১১জন দলিল লেখক রয়েছি। দলিল লিখে সাব-রেজিস্ট্রারকে জমা দিতে গেলে আমাদেরকে সমিতি ভুক্ত দলিল লেখকরা মারপিট করে। এতে আমাদের পক্ষের ৩জন আহত হয়েছে।

সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি হাফিজার রহমান বাচ্চু অভিযোগ অস্বীকার করে বলেন, দলিল লেখার মতো তাদের কোন বৈধ কাগজপত্র নেই। দলিল লেখার বৈধতা নিয়ে আমরা মামলা করেছিলাম। ওই মামলায় হেরে গেছে। তার পরেও জোর করে দলিল লিখতে চায়। রোববার বেলা তিনটায় হঠাৎ করেই পরিকল্পিতভাবে তারা এসে আমাদের উপর অতুর্কিতভাবে হামলা চালিয়ে মারপিট করেছে। এতে আমাদের তিনজন আহত হয়েছে।

রাণীনগর সাব-রেজিস্ট্রার আব্দুর রশিদ মন্ডল নতুন যোগদান করেছি জানিয়ে বলেন, দুই দলের মধ্যে নাকি দীর্ঘদিন আগে থেকে দ্বন্দ চলে আসছে। এরই জ্বের ধরে মারপিটের ঘটনা ঘটেছে। 

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …