নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে। এছাড়া আলেফ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫গ্রাম হেরোইন ও ১১পিস ইয়াবাসহ আটক করেছে। আটক আলেফের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে দু’জনকেই বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মোহাম্মদ শাহিন আকন্দ জানান, একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বিপ্লব হোসেন বাড়ীতে অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। বিপ্লব উপজেলার জালালাবাদ গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে। অপর দিকে এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে আফেল হোসেনকে আটক করে। আটককালে তার নিকট থেকে ১৫গ্রাম হেরোইন ও ১১পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় রাতেই আলেফের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার সকালে আলেফ ও বিপ্লবকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …