নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে একটি মামলার সাজাপ্রাপ্ত আসামী এবং এ্যাম্পুলসহ পুলিশের তালিকাভুক্ত এক মামদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, চেক জালিয়াতি একটি মামলায় চলতি বছরের ১২ আগষ্ট বিজ্ঞ আদালত উপজেলার ঝিনা কুমুরিয়া মধ্যপাড়া গ্রামের বাছের আলীর ছেলে বাবুল হোসেনকে সাজাপ্রদান করেন। এর পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তবে কত দিনের সাজা হয়েছে তা জানাতে পারেননি এই কর্মকর্তা।
অপর দিকে একই রাতে অভিযান চালিয়ে উপজেলার বেতগাড়ী এলাকা থেকে ৮ পিস এ্যাম্পুলসহ আলেফ হোসেন (৩২) কে গ্রেফতার করে। আলেফ উপজেলার ভবানীপুর গ্রামের হাসমত আলীর ছেলে এবং থানাপুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন তিনি।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …