সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে সরকারী বিধি অমান্য করে ভিপি সম্পত্তিতে বিল্ডিং নির্মানের অভিযোগ

রাণীনগরে সরকারী বিধি অমান্য করে ভিপি সম্পত্তিতে বিল্ডিং নির্মানের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর উপজেলার জলকৈ গ্রামে সরকারী বিধি-নিষেধ অমান্য করে ভিপি সম্পত্তিতে বিল্ডিং নির্মান করার অভিযোগ ওঠেছে। ওই গ্রামের রবির ছেলে লক্ষন রবিদাস ও ভরত নামে দুই ভাই এই ভবন নির্মান অব্যাহত রখেছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত সহকারী কমিশনার,ভূমি) সুশান্ত কুমার মাহাতো সাংবাদিকদের বলেন,ভবন নির্মান করলে উচ্ছেদ করা হবে।

স্থানীয় সুত্রে জানাগেছে, জলকৈ মৌজার ৬৩৪ দাগে প্রায় ৩৩ শতক সম্পত্তি সরকারের ভিপি সম্পত্তি হিসেবে রেকর্ড ভুক্ত রয়েছে। লক্ষন ও ভরতের বাবা রবিদাসকে ওই গ্রামের লোকজন কঞ্চির বেড়া দিয়ে ঘর নির্মান করে বসবাস করার সুযোগ দেয়। তাদের দখলিয় ওই সম্পত্তি সরকারের ভিপি সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত থাকায় স্থানীয় শিব-কালী মন্দিরের আওতা ভুক্ত ছিল। সেখানে বসবাস করাকালে দীর্ঘ বছর পর হঠাৎ করেই ইট দিয়ে বিল্ডিং নির্মান শুরু করে। এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয় ভূমি অফিস থেকে বিল্ডিং নির্মান না করতে এবং যে টুকু করেছে তা অপসারন করে নিতে নোটিশ প্রদান করা হয়। এর পরেও সরকারী বিধি-নিষেধ অমান্য করে বিল্ডিং নির্মান অব্যাহত রেখেছে।

তবে রবিদাসের ছেলে লক্ষ রবিদাস মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, সরকারী অনুমতি ও নিয়ম নীতি মেনেই সেখানে বিল্ডিং করছি। তিনি দাবি করে বলেন, প্রায় ৬০/৬৫ বছর আগে থেকে আমরা সেখানে বসবাস করে আসছি। নিয়ম ভঙ্গ করে কোন কিছু করছিনা।

এব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার মাহাতো বলেন,ভিপি সম্পত্তিতে বিল্ডিং নির্মানের কোন বিধান নেই। তবে সরকারী অনুমতি সাপেক্ষে আধা-পাকা বাড়ী করতে পারে। ওই বিল্ডিং নির্মান হচ্ছে এমন অভিযোগ জানার পর অপসারণ করতে নোটিশ দিয়েছিলাম। তার পরেও যদি বিল্ডিং নির্মান অব্যাহত রাখে তাহলে নিয়ম মেনে উচ্ছেদ করা হবে

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …