বুধবার , জানুয়ারি ৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে রেললাইনের উপর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাণীনগরে রেললাইনের উপর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর রাণীনগর রেল লাইন থেকে প্রায় ৫২ বছর বয়সি এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার রাত অনুমান আটটায় লাইনের চকের ব্রীজের দক্ষিন পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মঞ্জের আলী জানান, রাণীনগর রেল ষ্টেশনের দক্ষিন দিকে প্রায় দেড় কিলোমিটার দুরে চকের ব্রীজের দক্ষিণে লাইনের উপর এক নারীর লাশ পরে আছে, এমন সংবাদের ভিত্তিতে রাত অনুমান নয়টায় পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, মানসিক ভারসাম্যহীন হতে পারে। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। দিনের কোন এক সময় লাইনের পাশ দিয়ে চলার সময় হয়তো ট্রেনের ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এঘটনায় ইউডি মামলা দায়ের করা হযেছে বলে জানিয়েছেন তিনি।

আরও দেখুন

নন্দীগ্রামে সরিষা ফুলে মৌমাছির আনাগোনা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,আবহাওয়া অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ভালো ফলনের …