বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে রূপসী নওগাঁর বৃক্ষরোপণ

রাণীনগরে রূপসী নওগাঁর বৃক্ষরোপণ


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে “রূপসী নওগাঁর”উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোববার সকালে উপজেলার ঘোষগ্রাম এবং মালঞ্চি নান্দাইবাড়ি মাদ্রাসায় বৃক্ষরোপন করে সেচ্ছাসেবি এই সংগঠন। একটাই পৃথীবি: প্রকৃতি ঐক্যতানে টেকসই জীবন। অর্থাৎ পৃথীবিকে রক্ষা করতে চাইলে এর সঙ্গে সাদৃশ্য রেখে চলতে হবে আমাদের” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালনে সংগঠনটির পক্ষ থেকে ফলজ, ঔষুধি ও ফুলগাছ রোপন করা হয়।

এসময় রূপসী নওগাঁর প্রতিষ্ঠাতা সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ,প্রচার সম্পাদক মোস্তফা জামাল,সহকারী প্রচার সম্পাদক বদিউজ্জামান টিটু, সদস্য মাও: হাবিবুর রহমান, গোনা ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুস আলী মৃধা, ঘোষগ্রাম মাদ্রাসার মহতামিম মাও: জামিল হোসেন,মালঞ্চি মাদ্রাসার মহতামিম হাফেজ বেলায়েত হোসেন, মাও: ইমাম হাসান তুহিনসহ মাদ্রাসার শিক্ষক ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা

ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার …