নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
শোকের মাস আগষ্ট উপলক্ষে নওগাঁর রাণীনগরে আওয়ামী যুবলীগের উদ্যোগে ৮ ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্দ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, শোকের মাস উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়নে ২ হাজার বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে। প্রতিটি ইউনিয়নের নেতা-কর্মীদের হাতে গাছের চারাগুলো তুলে দেওয়া হয়েছে। তারা ইউনিয়ন পর্যায়ে বৃক্ষরোপণ করবেন।
রাণীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি রাব্বী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খাঁন পিটু, সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।
এছাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এমএ খালেকুজ্জামান খালেক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন খন্দকার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, রেজাউল ইসলাম, বেলাল হোসেন, যুবলীগ নেতা জামিনুল ইসলাম জনি সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …