সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে মেম্বার প্রার্থী আলাউদ্দীনের পথসভা

রাণীনগরে মেম্বার প্রার্থী আলাউদ্দীনের পথসভা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর উপজেলার ৭নং একডালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার (সাধারণ সদস্য) পদপ্রার্থী আলাউদ্দীন সরদার ভোট প্রার্থনা ও পথসভা করেছেন। আজ শুক্রবার অত্র ওয়ার্ডের গ্রামে গ্রামে এই পথসভা করেন তিনি। এদিন নিজ গ্রাম স্থল গ্রাম থেকে কর্মী-সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনায় বের হন আলাউদ্দীন সরদার। এরপর নগর পাঁচুপুর, কাশিনগর,বনমালীকুড়িসহ ৭নং একডালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রামে গ্রামে ভোট প্রার্থনা করেন।

এ সময় ভোটারদের নিকট তার ফুটবল প্রতিকে  আগামী ১১ নভেম্বর রোজ বৃহস্পতিবার  ভোট প্রার্থনা করেন এবং গ্রামে গ্রামে পথসভা করেন। এক পথসভায় মেম্বার প্রার্থী আলাউদ্দীন সরদার ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালবাসায় এবং ব্যপক সমর্থনে ও ভোটের মাধ্যমে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন এটা আমার বিশ্বাস।

তিনি বলেন, আমি ভোটে নির্বাচিত হতে পারলে অত্র ওয়ার্ডের মাদক, সন্ত্রান, বাল্য বিয়ে নির্মূল করে ডিজিটাল ও একটি উন্নয়নশীল ওয়ার্ড হিসেবে উপহার দিবো। এ ছাড়া সরকারী প্রতিটি সুযোগ-সুবিধা অসহায়, দু:স্থ্য ও সুবিধাভোগীদের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …