সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে মাদক সেবীর সাত মাসের কারাদন্ড

রাণীনগরে মাদক সেবীর সাত মাসের কারাদন্ড


নিজস্ব প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে আমিনুর ইসলাম (২৪) নামে এক মাদক সেবীকে সাত মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এই কারাদন্ড প্রদান করেন।


দন্ডিত আমিনুর উপজেলার খট্রেশ্বর পশ্চিম পাড়া গ্রামের মুঞ্জু প্রামানিকের ছেলে। আদালত সুত্র নায়,আমিনুর প্রতি নিয়ত মাদক সেবন করে মাতলামি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশকে সঙ্গে নিয়ে আমিনুরের বাড়ীতে অভিযান পরিচালনা করেন।

এসময় স্থানীয় লোকজনের উপস্থিতীতে তাকে নেশাগ্রস্থ্য অবস্থায় হাতে নাতে ধরে সাত মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত আমিনুরকে বিকেলেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …