নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ ৩জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার ভাটকৈ গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের জাহের আলীর ছেলে রহিদুল ইসলাম (৫০) কে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি বিজ্ঞ আদালত একটি মাদক মামলায় রহিদুল কে ৬মাসের সাজা ও এক হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। রায়ের পর থেকে সে পলাতক ছিল।
এছাড়া একই রাতে উপজেলার আতাইকুলা গ্রামের মকবুল হোসেনের ছেলে ময়েন আলী (৩৫)ও খট্রেশ্বর গ্রামের আজিম সরদারের ছেলে রানা (৩০) কে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
আরও দেখুন
নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …