সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার ৬মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ চার জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, মাদক মামলার পলাতক আসামী সদরে ঘোরাফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সদর বাজারে অভিযান চালিয়ে জ্যোতি খাতুন কে গ্রেপ্তার করে পুলিশ।তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তার জ্যোতি উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মসলেম উদ্দীনের মেয়ে।

অপর দিকে শুক্রবার বিকেলে উপজেলার চকাদিন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোকছেদ আলীকে গ্রেপ্তার করা হয়। মোকছেদ চকাদিন গ্রামের মজিবর রহমানের ছেলে। এছাড়া একটি মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানা অনুযায়ী একই দিন বিকেলে উপজেলার বড়বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের জয়েন উদ্দীনের স্ত্রী সোনিয়া খাতুন এবং একই গ্রামের সোলেমান আলীর ছেলে আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …