নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রশিদ খন্দকার (৫২) কে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকালে সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রশিদ উপজেলার পূর্ববালুভরা গ্রামের মৃত করিম খন্দকারের ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, গত ২০০৪ সালে গ্রেপ্তার রশিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের হয়। এর পর দায়েরকৃত মামলায় গত ২০১৪ সালে আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। সাজার পর থেকে রশিদ পলাতক ছিলো। দীর্ঘ প্রায় সাত বছর পর আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রশিদকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …