সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / রাণীনগরে মাদক মামলার পলাতক আসামীসহ গ্রেফতার-৪

রাণীনগরে মাদক মামলার পলাতক আসামীসহ গ্রেফতার-৪


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: 
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক দুই আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

থানাপুলিশ জানায়, শনিবার রাতে এএসআই সোহেল মান্না গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবু বক্করের ছেলে স্বপন হোসেন (২২) ও খট্রেশ্বর টিকাদার পাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে মামুন টিকাদার (৩২)কে গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল।একই রাতে উপজেলার ঘোষগ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী ওই গ্রামের রসুল আলীর ছেলে আব্দুল মতিন (৩৯) ও ইউনুস আলী (৪২) কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রাণীনগর থানার ওসি মোহাম্মদ শাহিন আকন্দ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …