নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী ও মাদক মামলার পলাতক আসামী সাইফুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার সাইফুল উপজেলার করজগ্রামের মৃত সোনার সানার ছেলে।
রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, গ্রেফতার সাইফুল চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সম্প্রতি তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এর পর থেকে সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে করজগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
