নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদকের ১৪ মামলার আসামী মোজাম্মেল হক ওরফে হুক্কা (৫৫)সহ চার জনকে গ্রেপ্তার করেছে। এসময় মোজাম্মেল ও বাবুল ওরফে বাবু (৫০) এর নিকট থেকে ১৫পিস এ্যাম্পুল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করে সোমবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়,উপজেলার চকবলরামপুর চকের ব্রীজ এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে থানাপুলিশ অভিযান পরিচালনা করে। এসময় মোজাম্মেলহক হুক্কা ও বাবুকে ১৫ পিস এ্যাম্পুলসহ গ্রেপ্তার করে। হুক্কা বিষ্ণপুর গ্রামের মৃত মকিম মোল্লার ছেলে এবং বাবু একই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। এছাড়া একটি মামলার গ্রেপ্তারী পরোয়ানমূলে একই দিন দুপুরে সদরের মধ্যরাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের রজব আলীর ছেলে জসমত আলী (৪৫) ও জসমতের ছেলে আব্দুর রাজ্জাক (২৫) কে গ্রেপ্তার করে।
ওসি মো: শাহিন আকন্দ জানান, মোজাম্মেল হক হুক্কার বিরুদ্ধে চলতি মামলার আগে শুধু মাদকেরই আরো ১৪টি মামলা রয়েছে।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …