রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে মাদকসহ দুইজন আটক 

রাণীনগরে মাদকসহ দুইজন আটক 

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে। বুধবার ও বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক ও মাদক উদ্ধার করা হয়। এঘটনায় মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধা ৬টা নাগাদ উপজেলার সিম্বা স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সিম্বা গ্রামের জালাল উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম ওরফে সাইদুল ইসলাম (৪০) কে তিন গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

এছাড়া বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ উপজেলার বরবড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৮০গ্রাম গাঁজাসহ আশিক (২৬) নামে একজনকে আটক করা হয়। আটক আশিক বরবড়িয়া গ্রামের বেলাল শেখের ছেলে।

এঘটনায় থানায় পৃথকভাবে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …