নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে ভ্রাম্যমান আদালতে চার জনের 

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে চার জনের 

সাজা

নিজস্ব প্রতিবেদক রাণীনগর……………….. নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের 

অভিযান চালিয়ে চারজন মাদক সেবিকে সাজা প্রদান করা হয়েছে। সোমবার 

বিকেলে উপজেলার পারইল বাজারে অভিযান চালিয়ে এই সাজা প্রদান করেন 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

আদালতের বিচারক শেখ নওশাদ হাসান জানান,মাদক সেবন করে মাতাল হয়ে 

বিশৃংখলা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে থানাপুলিশের 

সহায়তায় উপজেলার পারইল বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা 

হয়। এসময় নেশাগ্রস্থ্য অবস্থায় ওই গ্রামের সুদিপ কুমারের ছেলে শুভ কুমার 

(২০),দ্বীনবন্ধর ছেলে জয়ন্ত সাহা (২৮),সিরাজুল ইসলামের ছেলে বেলাল হোসেন 

(৩৮) ও এলাকার বিশিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩৫) কে 

হাতেনাতে ধরা হয়।এর পর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬/৫ধারা অনুয়ায়ী 

প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো একশত টাকা করে অর্থ দন্ডে 

দন্ডিত করা হয়। 

দন্ড প্রাপ্তদের সোমবারই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।

আরও দেখুন

দ্রুত নিবার্চন দিন প্রয়োজনীয় সংস্কার করবে নিবার্চিত সরকার -দুলু

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …