নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে তিন জনকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় পৃথকভাবে এসব কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো।
রাণীনগর থানার ওসি মোহাম্মদ শাহিন আকন্দ বলেন, উপজেলার জালালাবাদ এলাকায় মসজিদের মাইকের যন্ত্রাংশ চুরির উদ্যোগ নিলে স্থানীয় লোকজন পলাশ আকন্দ ও কামাল হোসেন নামে দুই জনকে আটক করলে থানাপুলিশ তাদেরকে হেফাজতে নেয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক দুই জনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। সাজাপ্রাপ্ত পলাশ উপজেলার জালালাবাদ গ্রামের হবি আকন্দের ছেলে এবং কামাল হোসেন একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
একই দিন সন্ধায় আবাদপুকুর এলাকায় একটি বাড়ীতে চুরির সময় স্থানীয় লোকজন ফিরোজ ব্যাপারী নামে একজনকে মাদক গ্রহনের সরঞ্জমাদীসহ হাতে-নাতে আটক করলে তাকেও থানাপুলিশ হেফাজতে নেয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকেও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ফিরোজ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার রেজাউল ব্যাপারীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো বলেন, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫) এবং ৩৫৬ ধারা অনুযায়ী সংঘটিত অপরাধে তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …