সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মামলায় ২৮ শ’ টাকা জরিমানা

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মামলায় ২৮ শ’ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:  
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ১০ টি মামলায় ২৮ শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলার সদর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো জানান, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বজায় ও সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে মাঠে নামে উপজেলা প্রসাশন। এ সময় উপজেলার সদর বাজার ও রেল স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ১০ টি মামলায় ২৮ শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় সবাইকে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে এবং সরকারের নির্দেশনা মেনে চলতে আহবান জানানো হয়।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …