সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফকরুল

রাণীনগরে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফকরুল


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নওগাঁর রাণীনগর উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন ৮নং মিরাট ইউপির ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফকরুল হাসান। 

শুক্রবার বিকেলে তার নির্বাচনী এলাকা মিরাট ইউনিয়নের বিভিন্ন হাটে-বাজারে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন।ভোটারদের দ্বারে ভোট প্রার্থনাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফকরুল হাসান বলেন, আমার বাবা এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। বাবার অসম্পন্ন কাজ করার অঙ্গীকার করছি। আমাব বাবা মরহুম বয়তুল্লা চেয়ারম্যান থাকাকালে এই ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছিলন। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার দায়বদ্ধতা থেকেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। 

তিনি বলেন, ইউনিয়নবাসী বিগত দিনে লক্ষ করেছেন যে আমার বাবা নির্বাচিত চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকায় যে সব উন্নয়ন মূলক কাজ করে রেখে গেছেন। বিগত দিনে যারা চেয়ারম্যান ছিলেন তারা বিন্দুমাত্র উন্নয়নের ছোঁয়া লাগাতে পারেনি মিরাট ইউনিয়নে। আমি নির্বাচনে দ্বারানোর পর ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। ভোটাররা আমার বাবার উন্নয়ন মূলক কাজের প্রশংসা করছেন। তারা আশা করছেন আমিও বাবার আদর্শে আদর্শিত হয়ে সেই ভাবেই বাবার মত উন্নয়ন মূলক কাজ করবো। আমি আশাবাদী ভোটারদের দোয়া ও পূর্ণ সমর্থন আমার প্রতি আছে। তিনি আরো বলেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …