রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে বীর শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন পালিত

রাণীনগরে বীর শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:  
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদনি পালন উপলক্ষে নওগাঁর রাণীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই শেখ কামাল এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার সামছুজ্জামান, বিএমডিএর সহকারী প্রকৌশলী, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু, একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসানাত খান হাসান প্রমূখ।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর তার জীবনী নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …