নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে “বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন” (বিসিপিএ) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরের শের-এ বাংলা ডিগ্রী মহাবিদ্যালয় প্রাঙ্গনে অর্ধশত শীতার্তদের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।বিসিপিএ বিভাগীয় চেপ্টার বগুড়া কর্তৃক পরিচালনায় শীতবস্ত্র বিরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমিন্যান্স কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ লি:এর বগুড়ার আরএসএস আব্দুর রহমান,হেকেম (বাংলাদেশ) লি:এর এক্সিকিউটিভ মেম্বার ও বিসিপিএ এর বিএম সাহাবুল হাসান,জেনেটিকা ইন্ড্রাষ্ট্রিজ লি:এর বগুড়া আরএসএস নূরুল ইসলাম বাদল, এমিন্যান্স এর টেরিটরী সুপার ভাইজার বাবুল হোসেন, হেকেম(বাংলাদেশ) লি: এর এসডিও আশাদুল শেখ,বায়ার ক্রপ সায়েন্স এর টিডিও বিধান কুমার সরকার,অরন্য ক্রপ কেয়ারের এমও মিঠুন হোসেন,সেতু পেষ্টিসাইড লি:এর সেলস্ এ্যান্ড মার্কেটিং অফিসার জাকিরুল ইসলাম ও এমিন্যান্স এর টিএফ আসলাম উদ্দীন প্রমূখ।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …