শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন

রাণীনগরে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:

নওগাঁর রাণীনগরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি এ্যাড: ওমর ফারুক সুমন।

উপজেলা কৃষি দপ্তরের তথ্য মতে, উপজেলার ৮টি ইউনিয়নের মোট চার হাজার ২৪০জন কৃষকের মাঝে পাট বীজ,ধান বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমে,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ,উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …