শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে বঙ্গবন্ধুর ম্যুরালে মুক্তিযোদ্ধা নওশের আলীর শ্রদ্ধা

রাণীনগরে বঙ্গবন্ধুর ম্যুরালে মুক্তিযোদ্ধা নওশের আলীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
শোকের মাসের প্রথম দিনে নওগাঁর রাণীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী। মঙ্গলবার সকাল ৯টার দিকে রাণীনগর উপজেলা পরিষদ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর তিনি ১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন এরপর দোয়া ও মোনাজাত করা হয়।

বীর মুক্তিযোদ্ধা নওশের আলী রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের খাজুরিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ

নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এ সময় নওশের আলী ১৫ই আগষ্ট শোকাবহ মাসের স্মৃতিচারণ করে
বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম রহিমুল বাশার বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শরিফ, সাবেক সদস্য মিরাজ শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পিন্টু হোসেন মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা আল্লামা ইকবাল ইংরেজ, বতর্মান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মাহমুদ, শামীম রহমান ও উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক রোকুনুজ্জামান রাব্বীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …