বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে প্রার্থীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীনগরে প্রার্থীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ১১নভেম্বর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  নির্বাচনের আচরনবিধি ও অন্যান্য নিয়ম সম্পর্কে প্রার্থীদের অবহিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় নির্বাচনের আচরনবিধি ও অন্যান্য নিয়ম সম্পর্কে অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।

এছাড়াও দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা রেজাউল ইসলাম (উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), আশিষ কুমার ঘোষ, মাহবুবুর রহমান, ডা: মো: আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান,  উপজেলা পরিষদ সিএ আনছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।  সভায় নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো প্রার্থীদের উদ্দেশ্যে বলেন একটি সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ মুলক ভোট অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি প্রার্থীকে অবশ্যই নির্বাচনী আচরনবিধি ও সকল নিয়ম-কানুন সম্পর্কে প্রথমে ভালোভাবে জানতে হবে। যদি কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি বা কোন নিয়ম ভঙ্গ করার অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও কোন প্রার্থীর কোন অভিযোগ থাকলে স্ব স্ব রির্টানিং কর্মকর্তা বরাবর জানানোর আহ্বান জানান তিনি।  

বৃহস্পতিবার নির্বাচনে অংশগ্রহণকারী সকল চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা প্রার্থীদের মনোনয়নপত্র চুড়ান্ত ভাবে যাচাই ও বাছাই অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ২নং কাশিমপুর ইউনিয়নে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …