সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী

রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রানিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, রাণীনগর থানার ওসি (তদন্ত) মো: সেলিম রেজা, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, একডালা ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান আলী, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: কামরুন্নাহার আকতার, প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: শরিফ উদ্দীন মন্ডল প্রমূখ। আয়োজকরা জানান উপজেলার খামারিরা মোট ২৮টি স্টলে গরু, মহিষ, ছাগল, ভেরা, হাঁস-মূরগী প্রদর্শন করেন।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …