সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে প্রশিকার মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত

রাণীনগরে প্রশিকার মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে প্রশিকার মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। “মাদকাসক্তি রুখবোই,সমৃদ্ধ বাংলাদেশ গড়বোই”প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দুপুরে উপজেলার রাতোয়াল বিশ্ব কবি রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও রাজাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় পৃথকভাবে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহযোগীতায় এবং রাণীনগর উপজেলা প্রশিকা আবাদপুকুর উন্নয়ন এলাকার বাস্তবায়নে রাতোয়াল বিশ্ব কবি রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত অনুষ্টানে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আজিজার রহমান। বক্তব্য রাখেন, প্রশিকা কেন্দ্রীয় অফিসের সহকারী পরিচালক আব্দুর রহিম মোল্লা,প্রশিকা মানবিক উন্নয়ন এলাকা রাজশাহী বিভাগীয় ব্যবস্থাপক জসিম উদ্দীন, রাণীনগর থানার এসআই সেলিম উদ্দীন, আবাদপুকুর উন্নয়ন এলাকা ব্যবস্থাপক রবিউল ইসলাম, বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর উন্নয়ন এলাকা ব্যবস্থাপক জেকের আলী প্রমূখ। একই দিন বিকেল সাড়ে চারটায় উপজেলার রাজাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় উক্ত মাদ্রাসার সভাপতি আব্দুল মজিদ আকন্দের সভাপতিত্বে কর্মসূচী অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …