মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০জন অসহায় পেলেন সাড়ে চার লক্ষ টাকা

রাণীনগরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০জন অসহায় পেলেন সাড়ে চার লক্ষ টাকা


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর :
নওগাঁর রাণীনগরে ১০জন অসহায় অসুস্থ্য ব্যক্তিদের মাঝে সাড়ে চার লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রধামন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে প্রাপ্ত এই চেক বিতরণ করেন স্থানীয় এমপি আল হাজ আনোয়ার হোসেন হেলাল। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই চেক বিতরণ করা হয়। রাণীনগর উপজেলা প্রসাশনের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ আনোয়ার হোসেন হেলাল।

এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১০জন অসহায় অসুস্থ্য ব্যক্তিদের মাঝে মোট সাড়ে চার লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …