নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর উপজেলায় ইউএনও আল মামুনের প্রথম টিকা নেওয়ার মধ্য দিয়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। সারাদেশের ন্যায় রবিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান কর্মসূচি শুরু করা হয়। এ উপজেলায় প্রথম ধাপে টিকা পাবেন মোট ২ হাজার ৯৮৫জন।
রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইফতেখারুল আলম খাঁন জানান ,কর্মসূচীর প্রথম দিনে প্রথম টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। এছাড়া তিনি নিজেসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং রাণীনগর থানার ওসি মোহাম্মদ শাহিন আকন্দসহ ১৯জন পুলিশ সদস্য টিকা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি টিকা দান কেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এই উপজেলায় প্রথম ধাপে ২ হাজার ৯৮৫ জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, উপজেলায় আমি প্রথম টিকা নিয়েছি। ভয়ের কোনো কারণ নেই। তিনি উপজেলার সবাইকে সরকারি নিয়ম অনুযায়ী টিকা গ্রহণের আহ্বান জানান।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …