সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / রাণীনগরে পৃথক ঘটনায় আটক-৩

রাণীনগরে পৃথক ঘটনায় আটক-৩

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে গাঁজাসহ উৎপল কুমার (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এছাড়া গ্রেফতারী পরোয়ানা মূলে আরো দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল হক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবাদপুকুর এলাকার বাসস্ট্যান্ড থেকে উৎপলকে আটক করে। আটককালে তার নিকট থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উৎপল উপজেলার হরিপুর গ্রামের সত্যবানের ছেলে। এঘটনায় মাদক মামলা রুজু করা হয়েছে।

অপর দিকে শনিবার রাতে অভিযান চালিয়ে একটি মামলার গ্রেফতারী পরোয়ানামূলে উপজেলার চকাদীন গ্রামের আজিমউদ্দীনের ছেলে তোফাজ্জল হোসেন ও দুলাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …