শুক্রবার , এপ্রিল ২৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / রাণীনগরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

রাণীনগরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ ইনানুর (৫০) নামে একজন এবং গ্রেফতারী পরোয়ানা মূলে মামুনুর রশিদ নামে এক জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর-চাঁপাপুর রাস্তার চকারপুকুর নামক এলাকা থেকে একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এ এস আই জহুরুল ইসলাম ইনানুর নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কালে তার নিকট থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ইনানুর করজগ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে। এ ছাড়া শনিবার সকালে উপজেলা সদর থেকে মামুনুর রশিদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মামুন একটি প্রতারনা মামলার পলাতক আসামি ছিলো। সে সদরের সৃষ্টি মাল্টিমিডিয়া স্কুল এলাকার মনির উদ্দীনের ছেলে। 

রাণীনগর থানার ওসি মোহাম্মদ শাহিন আকন্দ বলেন, ইনানুরের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে গ্রেফতারকৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়ীতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে সাবেক ব্যাংক কর্মকর্তা আইয়ুব আলীর বাড়ীতে বাড়ীর সকলকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। …