নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নতুন নিয়মে সর্বাধিক স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর বিষয়ে নওগাঁর রাণীনগর থানার পুলিশের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহম্মেদ বিপিএম (বার) কর্তৃক প্রবর্তিত নিয়ম তুলে ধরতে নওগাঁ জেলা পুুলিশ আয়োজন করেন। শুক্রবার (২০ আগস্ট) রাণীনগর থানায় এ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচনের নতুন নিয়ম ও পদ্ধতি পরিবর্তন করেছে বাংলাদেশ পুলিশ। কোন দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকরিপ্রার্থীদের কাছে থেকে প্রতারণা করে চাকরি দেওয়ার নাম করে টাকা-পয়সা হাতিয়ে নিতে না পারে সে জন্য পুলিশ কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করবে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে অপরাধীদের বিরুদ্ধে আইনগত অপারেশন পরিচালনা করা হবে।
দালাল, প্রতারক, তদবীরবাজ কিংবা অন্য যে কেউ যাতে চাকরিপ্রার্থীদের প্রতারিত করতে না পারে সেজন্য জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল মোবাইল টারগেট নম্বর সার্বক্ষণিক মনিটরিং করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ওসি আরো বলেন, চাকরিপ্রার্থীদের পারিবারিক অস্বভাবিক ব্যাংক লেনদেন, জমিজমা ও মূল্যবান সম্পদ বিক্রয় অর্থ লেনদেন ও ধার-কর্জ ইত্যাদি কঠোর ভাবে মনিটরিং করাসহ চাকরি প্রত্যাশী কারো মাধ্যমে তদবির কিংবা অসাধু পন্থা অবলম্বন করলে সঙ্গে সঙ্গে ঐ প্রার্থীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে এবং চাকুরীর নিয়োগের যে কোন পর্যায়ে দুর্নীতি প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল করে তার বিরুেেদ্ধ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়াও পুলিশের নিয়োগ সংক্রান্তে কোথাও কোনো অনৈতিক লেনদেন অথবা কোন অবৈধ-পন্থা গ্রহণের ঘটনার তথ্য কেউ পুলিশকে প্রদান করলে তথ্য দাতার নাম পরিচয় গোপন রেখে পুলিশের পক্ষ থেকে পুরষ্কৃৃত করা হবে।নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নানের সভাপতিত্বে রাণীনগর থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, ওসি (তদন্ত) তারিকুল ইসলাম, রাণীনগর থানার এসআই ওবাইদুল ইসলাম, নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (রাণীনগর-আত্রাই জোন) নন্দিতা সরকার, রাণীনগর জোনের ডিআইও দেলোয়ার হোসেন, রাণীনগর থানার টিম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …