নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে ছিল আসামীরা। আসামীদের গ্রেফতার করতে সোমবার রাতে বিশেষ অভিযানে মাঠে নামে পুলিশ। একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম উপজেলার শফিকপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের কাশেম আলীর ছেলে মহসিন আলী (৩৫), বরকত আলীর ছেলে আকবর হোসেন(৫৫), আকবর আলীর ছেলে হাসান আলী (৩২) ও দিলবর আলীর ছেলে শাহিন হোসেনকে গ্রেফতার করে। এছাড়া একই রাতে থানা পুলিশ উপজেলার হরিশপুর গ্রামের তমির সরদারের ছেলে বাবু সরদার (৪৬) ও ময়েন সরদার (৪২) এবং ভবানীপুর গ্রামের নাজির সরদারের ছেলে সোহেল সরদার (৩৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …