নিজস্ব প্রতিবেদক, রাণীনগর :
নওগাঁর রাণীনগরে নানার বাড়ীতে এসে পুকুরের পানিতে ডুবে খাদিজা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোনা ইউনিয়নের চকগোবিন্দপুর পশ্চিম পাড়া গ্রামে এঘটনা ঘটে। শিশু খাদিজা নওগাঁ সদর উপজেলার পার-বাঙ্গাপুর গ্রামের মামুন হোসেনের মেয়ে।
শিশুর মামা এছাহক আলী বলেন, গত সপ্তাহে ধান কাটার কাজের জন্য বোন-ভগ্নিপতি ও ভাগ্না-ভাগ্নিদের নিয়ে আসেন। বুধবার দুপুর ১২টা নাগাদ সবাই ধানের কাজে ব্যস্ত ছিল। এসময় হঠাৎ করেই বাড়ীর পাশে পুকুরের পানিতে পরে যায় খাদিজা। পরে লোকজন দেখত পেয়ে তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শিশুকে মৃত্যু ঘোষনা করে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …