সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:  
নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মোবাশিরা (৫) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার লক্ষীকোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু মোবাশিরা লক্ষীকোলা গ্রামের রেজাউল করিম ভুট্টুর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন বিকেলে শিশু মোবাশিরা বাড়ির উঠানে বেঁধে রাখা হাঁসের সাথে খেলা করছিল। পরে প্রায় ঘন্টাখানেক ধরে শিশু মোবাশিরাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন প্রতিবেশিদের বাড়ি বাড়ি ও আশে পাশে খোঁজ-খুজি শুরু করে। এরপর বাড়ির পার্শ্বে একটি পুকুরের পানিতে ডুবে থাকা মৃত অবস্থায় তার সন্ধান পায়। 

রাণীনগর থানার ওসি (তদন্ত) তারেকুল ইসলাম বলেন, এ ঘটনায় রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …