সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে নৌকা প্রার্থীর নির্বাচনী দুইটি ক্যাম্প পুড়িয়ে দেয়ার অভিযোগ

রাণীনগরে নৌকা প্রার্থীর নির্বাচনী দুইটি ক্যাম্প পুড়িয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: 
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী শাহজাহান আলীর নির্বাচনী দুইটি ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে একডালা ইউপির রাজাপুর ও দুধকন্ডি গ্রামে এ ঘটনাটি ঘটে।

একডালা ইউপির নৌকা প্রার্থী শাহজাহান আলী জানান, নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিনি। নির্বাচনী প্রচারণার জন্য ইউনিয়নের রাজাপুর ও দুধকন্ডি গ্রামে নৌকা মার্কার দুইটি নির্বাচনী ক্যাম্প ছিল। নির্বাচনী প্রচারণার শেষ দিন মঙ্গলবার সকাল থেকে দিনভর প্রচার শেষ করে রাতে যে যার মতো বাড়িতে চলে যায়। রাতে একটি পক্ষের লোকজন ঈর্ষানিত্ব হয়ে আমার নির্বাচনী দুইটি ক্যাম্পে আগুন দিয়ে পুরে দেয়। এতে নির্বাচনী ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ও পোষ্টারসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ। 

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …