নীড় পাতা / উত্তরবঙ্গ / রাণীনগরে নারী দিবস উদযাপন

রাণীনগরে নারী দিবস উদযাপন


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর :
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কমুার মাহাতোর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আকতার,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, পরিবার পরিকল্পনা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কর্মকর্তা মামুনাল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, উপ-সহকারী প্রকৌশলী ইকরামুল বারী প্রমূখ। 

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করলেন ইউএনও 

নিজস্ব প্রতিবেদক: নন্দীগ্রাম (বগুড়া) বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ …