নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগরে নামাজরত অবস্থায় স্ত্রীকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতেই নিহত সামছুন নাহারের ভাই হাসান মল্লিক বাদী হয়ে রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে আটক স্বামী সিরাজুল কে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) তারিকুল ইসলাম দায়েরকৃত মামলার বরাদ দিয়ে জানান,স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে রবিবার বিকেল চারটায় ঝগড়া বিবাদ হয়। এরই জের ধরে আসর নামাজের সময় নাজামরত অবস্থায় স্বামী সিরাজুল ইসলাম পিছন থেকে লাটি দিয়ে আঘাত করে ।
এসময় মাটিতে লুটে পরলে বাড়ির লোকজন জানতে পারলে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে সিরাজুল। পরে নদী পার হয়ে কুজাইল এলাকা থেকে স্থানীয় লোকজন সিরাজুলকে আটক করে পুলিশে সোর্পদ করে। সিরাজুল উপজেলার আতাইকুল সরদার পাড়া গ্রামের আবেদ আলীর ছেলে এবং নিহত সামছুন নাহার একই উপজেলার চকাধীন গ্রামের আব্দুল হামিক মল্লিকের মেয়ে।
এঘটনায় সন্ধ্যার পর থানাপুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এবং আটক সিরাজুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। এঘটনায় নিহত সামছুন নাহারের ভাই হাসান মল্লিক বাদী হয়ে রবিবার রাতেই সিরাজুলকে আসামী করে মামলা দায়ের করেন।
কর্মকর্তা আরো জানান, আমরাও তৎক্ষনাত ঘটনাস্থলে গিয়ে ছুরিকাঘাতের কথা শুনেছিলাম । পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাঠি দিয়ে আঘাত করার কথা জানিয়েছেন সিরাজুল । তবে এর পিছনে আরো কোন ঘটনা আছে কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …