নিজস্ব প্রতিবেদক, রাণীনগর :
নওগাঁর রাণীনগরে ছোট যমুনা নদীতে ভাসমান লাশের অবশেষে সন্ধান মিলেছে। তার নাম লাইলী বেগম (৭০)। সে জেলার বদলগাছী উপজেলার বেগুনজোয়ার গ্রামের শরিফ উদ্দিনের স্ত্রী। বুধবার সকালে খবর পেয়ে তার ছেলে আয়নুল হক উপজেলার বেতগাড়ী ব্রীজের নিকট এসে মায়ের লাশ সনাক্ত করলে রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের ছেলে আয়নুল হক জানান, আমার মা দীর্ঘ দিন থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতো। গত রবিবার রাত অনুমান সাড়ে ১০টায় বাড়ির পাশে নদীতে গোসল করতে নেমে আর উঠেনি। তখন থেকেই আমরা খোঁজাখুজি করছি। এক পর্যায় বুধবার সকালে বেতগাড়ী ব্রীজের নিকটে আমার মায়ের লাশ সনাক্ত করি।
এব্যাপারে রাণীনগর থানার এসআই আব্দুর রহিম জানান, মেয়েটির ছেলে আয়নুল হক মায়ের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। সেখান থেকে আমরা লাশ উদ্ধার করি। লাশটি পচন ধরায় ও ফুলে যাওয়ায় শরীরের কোথাও আঘাতের চিহৃ আছে কি না তা বুঝা যাচ্ছে না। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই তা জানা যাবে। এঘটনায় রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …