নিজস্ব প্রতিবেদক, রাণীনগর (নওগাঁ):
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকান মালিকের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে দোকানে নকল কিটনাশক ওষুধ রাখার দায়ে মালিক লুৎফর রহমানের এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, ওই দোকানে কিটনাশকের নকল ওষুধ রেখে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় দোকান ঘড় তল্লাশী করে ইন্তেফা কোম্পানীর “বাতির” নামক নকল ওষুধ পায় ভ্রাম্যমাণ আদালত। এতে ওই দোকান মালিক লুৎফর রহমানের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভেজাল ওষুধ বিক্রি প্রতিরোধে এবং কৃষকদের বাঁচাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …