নিজস্ব প্রতিবেদক, রাণীনগরঃ
নওগাঁর রাণীনগরে ধান কাটা শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার করজগ্রাম মাঠসহ কয়েকটি মাঠে প্রায় ৫০ জন শ্রমীকের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। নওগাঁ জেলা প্রসাশনের পক্ষ থেকে এবং রাণীনগর উপজেলা প্রসাশনের আয়োজনে বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল জন প্রতি ২কেজি চিড়া, আধা কেজি মুড়ি, আধা কেজি চিনি, একটি সাবান ও দুইটি করে সার্জিকাল মাস্ক।
এ সময় স্থানীয় এমপি আনোয়ার হোসনে হেলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযেদ্ধা আবদুর রউফ দুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম ও প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মেহেদি হাসান উপস্থিত থেকে উপহার সামগ্রীগুলো বিতরণ করেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …